East Bengal

আইলীগ হয়তো শেষ

১২ তা ম্যাচের পর আজ প্রথম মনে হলো ২ন্ড হাফের ৪৫ মিন ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের মতো খেলেছে | কাটসুমির পেনাল্টি মিস তা জিততে দিলো না | যদিও ২ গোলের ক্ষেত্রেই কাটসুমির ভূমিকা ছিল তবু আসল সময়ে মিস তা ৩ পয়েন্ট দিলো না |
খালিদ যে কি স্ট্রাটেজি নিয়ে শুরু করে খালিদ নিজেই জানে শুধু | ক্রোমা কে দোলে নিয়ে বসিয়ে রাখার মানে কি ছিল উনি নিজেই জানেন |
ক্রোমা নামার পরই ইস্ট বেঙ্গল খেলা তে ফেরে | আর এই মেহতাব সিংহ টাইপ র প্লেয়ার রা এরা তো এটাই বোঝে না যে একজন জায়গায় না থাকলে তাকে কি করে কভার করতে হয় |
বাজো কে যত বাজে লাগে বাজো হয়তো অত বাজে প্লেয়ার নয় যতটা খালিদের স্ট্রাটেজি তে মানে হয় | আজ দিব্বি অনেক পাস বাড়িয়েছে | ডিফেন্সের এত খারাপ অবস্থা বাজো কে ডিফেন্সে খেলিয়ে মাঝ মাঠে লোবো কে ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যেত | আর আমনা কেও হয়তো চোট নিয়ে পরে থাকতে হতো না | ডুডু আনার ও কোনো মানে নেই | তবে ক্রমার রিক্রুটমেন্ট হয়তো বেটার | আইলীগ হয়তো শেষ তবে লড়াই এর জন্যে খেলা দেখবো |