কিছু খেলোয়াড় হন যাদের প্রতিভা সত্যি অন্যদের থেকে আলাদা হলেও তারা যোগ্য সন্মান পায়না. তাদের একজন ইউসুফ ইয়াকুবু!
ঘানাইয়ান এই খেলোয়াড় ২০০১ এ গোয়া তে আলেমাও র হাত ধরে ভারতে আসা|
তারপর থেকে ভারত র ইউসুফ ইয়াকুবু নাম সমার্থক হয়ে উঠেছিল|
মাহিন্দ্রার হয়ে পাশে ব্যারেটো কে নিয়ে আই লীগ জেতা|
সাথে সোনার মরশুম কাটানো|
সেখান থেকেই ২০০৮ এ এই জাদুকরের আমাদের হাত ধরে ফুটবল এর মক্কা কলকাতায় আগমন ঘটে| ২৬সে মে ২০ ১ ০ এ আমাদের ছেড়ে চলে গেছিলেন|
155টা ম্যাচ খেলে জাতীয় লীগ র আই লীগ এর ইতিহাস এ 100টি গোল করেন|
কিন্তু দুঃখের বিষয় হলো সেইদিন ওনার মা মারা গেছিলেন|
যা লুকিয়ে আমাদের হয়ে মাঠে নেমে গোল করেছিলেন|
ভাবা যায়!খবর পেয়েছিলেন ওনার বোন এর কাছ থেকে যখন ম্যাচ খেলতে বাড়ি থেকে বেরোচ্ছেন|
প্রথম গোল করেছিলেন jct র বিরুদ্ধে র 50th গোল টি করেন 2004 এ ইন্ডিয়ান ব্যাঙ্ক এর বিরুদ্ধে|
আমাদের হেরে যাওয়া 5-3ম্যাচ ও 2টো গোল ছিল|
মজা হলো এই লোক আমাদের এত কিছু দেবার পরেও কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছিল.”বুড়ো” তকমা লাগানো হয়েছিল|
ওনার সাফল্যের আসল রহস্য ওনার ফিটনেস.মাঠে র বাইরে সংযমী জীবন মেনে চলাই ওনার এগিয়ে যাওয়া র কারণ.অসম্ভব ” আল্লাহ” র বিশ্বাসী এই খেলোয়াড় সব কৃতিত্বই দিতেন ভগবান কে|
যাইহোক চলুন সবাই আজ ওনার ভালো থাকা চাই.হ্যাপি বার্থডে 💞!মনে পরে গোল এর পর সেই স্নেক ডান্স!! এক ছোবল এই ছবি |