East Bengal Sports

ইউসুফ ইয়াকুবু মানেই প্রতিশ্রুতি

ইউসুফ ইয়াকুবু

কিছু খেলোয়াড় হন যাদের প্রতিভা সত্যি অন্যদের থেকে আলাদা হলেও তারা যোগ্য সন্মান পায়না. তাদের একজন ইউসুফ ইয়াকুবু!


ঘানাইয়ান এই খেলোয়াড় ২০০১ এ গোয়া তে আলেমাও র হাত ধরে ভারতে আসা|
তারপর থেকে ভারত র ইউসুফ ইয়াকুবু নাম সমার্থক হয়ে উঠেছিল|
মাহিন্দ্রার হয়ে পাশে ব্যারেটো কে নিয়ে আই লীগ জেতা|
সাথে সোনার মরশুম কাটানো|


সেখান থেকেই ২০০৮ এ এই জাদুকরের আমাদের হাত ধরে ফুটবল এর মক্কা কলকাতায় আগমন ঘটে| ২৬সে মে ২০ ১ ০ এ আমাদের ছেড়ে চলে গেছিলেন|
155টা ম্যাচ খেলে জাতীয় লীগ র আই লীগ এর ইতিহাস এ 100টি গোল করেন|
কিন্তু দুঃখের বিষয় হলো সেইদিন ওনার মা মারা গেছিলেন|
যা লুকিয়ে আমাদের হয়ে মাঠে নেমে গোল করেছিলেন|
ভাবা যায়!খবর পেয়েছিলেন ওনার বোন এর কাছ থেকে যখন ম্যাচ খেলতে বাড়ি থেকে বেরোচ্ছেন|


প্রথম গোল করেছিলেন jct র বিরুদ্ধে র 50th গোল টি করেন 2004 এ ইন্ডিয়ান ব্যাঙ্ক এর বিরুদ্ধে|
আমাদের হেরে যাওয়া 5-3ম্যাচ ও 2টো গোল ছিল|
মজা হলো এই লোক আমাদের এত কিছু দেবার পরেও কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছিল.”বুড়ো” তকমা লাগানো হয়েছিল|
ওনার সাফল্যের আসল রহস্য ওনার ফিটনেস.মাঠে র বাইরে সংযমী জীবন মেনে চলাই ওনার এগিয়ে যাওয়া র কারণ.অসম্ভব ” আল্লাহ” র বিশ্বাসী এই খেলোয়াড় সব কৃতিত্বই দিতেন ভগবান কে|


যাইহোক চলুন সবাই আজ ওনার ভালো থাকা চাই.হ্যাপি বার্থডে 💞!মনে পরে গোল এর পর সেই স্নেক ডান্স!! এক ছোবল এই ছবি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *