Articles Politics

কম্যুনিসিম

কম্যুনিসিম একটা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ধারণা যেখানে বলা হয় সমস্ত উদপাদিত দ্রব্য বা লাভের মালিক কোনো বেক্তি হবে না বরণ মালিক হবে সমাজ এবং প্রত্যেক বেক্তি নিজেদের প্রয়জন মতো দ্রব্য বা লাভের অংশ পাবে |

শুনতে সুন্দর হলেও এটা কোনোদিনই রূপান্তরিত সম্ভব নয় সেটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি |
এক স্কুলে এ ক্লাসের মাস্টার একদিন বললো এবার থেকে কোনো একটি শিক্ষার্তী কে নম্বর বা গ্রেড দেয়া হবে না | বরণ পরীক্ষায় সব পরীক্ষার্তী রা সবাই মিলে যত নম্বর পাবে সেটা গড় করে পুরো ক্লাস কে গ্রেড দেয়া হবে |
এবার প্রথম পরীক্ষা হলো ক্লাসটি বি গ্রেড পেলো |
এবার ক্লাসের যারা খারাপ ছাত্র ছিল তারা ভাবলো যখন না খেতেই গ্রেড ভালো করা যাচ্ছে তো এত কষ্টের কি দরকার | আর প্রথম সারির ছেলেরা ভাবলো এতো ভালো পড়াশুনা করেও যদি গড়ে নম্বর পেতে হয় তো পড়াশুনা করে লাভ কি ?
এই ভাবে গ্রেডের মান নামতে থাকে ক্লাস টি তে |

কথা হলো আমি সেই জন্যেই কাজ করি আর সেই কাজ করি যেখানে উন্নতির সম্ভানা আছে | এবার যদি আমি জানতাম যে আমি যত কষ্টই করি আমার পরিশ্রমের ফল আরো ১০ জনের মধ্যে ভাগ করা হবে তাহলে আমি কষ্ট করতে যাবোই বা কোনো ?
তাহলে এই ধারণা প্রয়োগ করলে সমাজের উদপাদন কমতেই থাকবে | কারণ একটাই যে লোক কাজ করে উন্নতির জন্যে | কোনো একদিন আমার উন্নতি হবে এই আসা তে |