একবার একটা সর্ব ভারতীয় গ্রুপে কথা টা বলেছিলাম। যে কাটা তার টা আমাদের অপমান না গর্বের । যতদূর মনে পড়ে এই নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছিল।
ব্যাপার হলো এই কাটা তারের উদাহরন টেনে আমাদের নিচু করতে চাওয়া । খুবই অসামাজিক কুরুচিকর বর্বর একটা ব্যাপার এটা। মানুষের মৃত্যু, মহিলাদের ধর্ষণ নিজের ভিতে মাটি হারানো নিয়ে মজা হতে পারে এই ভাবনাটাই বিরল। তবু এটা চলে।
কিন্তু লজ্জা টা আমাদের কেন?
আমরা সব হারিয়েও লড়েছি এগিয়েছি এটা আমাদের গর্বের।
ওয়েস্ট ইন্ডিজ এক সময় তাদের চামড়ার রং টা নিয়ে নিজেদের গর্বে পরিণত করেছিল তাই তারা বিশ্ব চাম্পিওন হতে পারে।
মনে পড়ে স্পার্টাকাস দের লড়াই? গ্লাডিয়েটর হিসাবে নিজেরা গর্বিত ছিল বলেই রোম কে দুলিয়ে দিয়েছিল তারা।
আমাদের কেও আমাদের ইতিহাস তাকে গর্ব হিসাবে নিতে হবে তাহলেই আমাদের সামাজিক উন্নতি ঘটবে বা ঘটেছে ।
Adversity লজ্জার নোয়। কিন্তু adversity পেরিয়ে এগিয়ে যাওয়া টা দৃষ্টান্ত।
বাঙাল দের তেজ না থাকলে আর রইলো কি?
আল্ট্রাস দের এই টিফো কে সাধুবাদ জানাচ্ছি। অনেক না বলা কথা বলা হয় গেছে এর মাধ্যমে।