East Bengal Sports

কাসিম এর লড়াই

কাসিম

দানমাবিয়া চলে যাওয়ার পরে মাঝমাঠ খুব বেশি কোলাডো নির্ভর হয়ে পড়েছে|
এখনো পর্যন্ত hoakip দানমাবিয়ার শুন্যস্থান পূরণ করতে পারেনি|
তবে সমস্যার সমাধান হতে পারে যদি আক্রমণ ভাগে তিন জন বিদেশী নিয়ে খেলা হয়| সেক্ষত্রে আক্রমণ ভাগে ৩ জন বিদেশি আর ২ জন বিদেশী স্টপার খেললে বাদ পড়তে পারেন কাসিম|
দিকা হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতে পারে|
এই মরসুমের ৬-৭ তা খেলা দেখে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে|
আগের বছর কামালপ্রিট ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ব্যার্থ|
দিকা হয়তো সেই ভূমিকা পালন করতে পারে আর সেই প্রস্তুতির আছ্ কিছু হলেও পাওয়া যাচ্ছে|

কিন্তু কাসিম দুর্দান্ত খেলে যাচ্ছে|
কাল বাগান সিংহভাগ আক্রমণ করলেও গোলের রাস্তা পায় নি মূলত কাসিম আর ক্রেসপির জন্যে|
কাসিম আর কামালপ্রিট ২ জনের দুর্বলতা আক্রমণে সেভাবে যেতে পারেনা|
এই তালিকায় দিকা ও যোগদান করেছে|
তবে কাসিম এর ডিফেন্সিভ এবিলিটি চমৎকার|
কামালপ্রিট ও রক্ষণ কে ভরসা দায়| 

কাসিমের এই মুহূর্তে যা পারফর্মেন্স দিচ্ছে তাতে ওকে প্রথম দলে না রাখা মুশকিল| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *