East Bengal 3-0 Pathachakra
বিদ্যাসাগর সিংয়ের জায়গায় শুরু থেকেই আল আমনা| ফলস্বরূপ প্রথম মিনিট থেকেই গোলের জন্যে ঝাঁপালো ইস্ট বেঙ্গল| কলকাতা লীগ হলেও আল আমনা যে ব্যাতিক্রমী সে নিয়ে কারুর বিশেষ সন্দেহ থাকার কথা না| কিন্তু দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়টির বৃষ্টি ভেজা মাঠ থেকে একটু সুরক্ষার প্রয়জন|
তবু যাই হোক আজ ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে আলাদা ঝাঁজ ছিল শুরু থেকেই| বালি গগনদীপের জায়গায় শুরু করলেন জবি জাস্টিন| গোল করলেন ২ তো | মিস করলেন প্রায় ডজন খানেক| যত সুযোগ আজ তৈরী হয়েছিল তাতে ডুডু ওবাগামির মতো কেউ থাকলে আজ ডাবল হ্যাটট্রিক করে ফেলতে পারতেন| ২ উইং হাফ ব্রেন্ডন ও রালতেও বেশ সুন্দর ফুটবল খেলে গেল | অনেক সুন্দর সুযোগ তৈরী করে গেছেন ২ জনেই | সাথে চুল্লভা ও | তবে দূরপাল্লার শট না নিয়ে বক্সে ফাইনাল পাস রাখলে বেশি ভয়ঙ্কর মানে হয়েছে |
সামাদ আলী কিছু বল রেখেছিলেন কিন্তু ওনার consistency নিয়ে অনেক প্রশ্ন| আমনা কে একবার হাত পা ছুড়তেও দেখা গেলো সামাদ এর পাস দেখে|
২ ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলা কামাল প্রীত ও কাসিমের আজকের দিন তা বিশেষ ভালো গেল | প্রায় সব বল ইন্টারসেপ্ট হয়েছে মাঝ মাঠে | যার জন্যে লাল কমল সোহো পুরো পাঠ চক্র মাঝমাঠ সারাখুন দাঁড়িয়ে রইলো ও বল পেলে কাসিম কামাল প্রীতের কাছে বল জমা করে গেল | মেহতাব সিংহ ও বেশ কিছু বার উঠে এসে বল ইন্টারসেপ্ট করে | কিংশুক আজ খারাপ কি ভালো বিশেষ বলার সুযোগ নেই কারণ খুব বেশি বল আসেনি ওনার কাছে |
রক্ষিত ডাগর – শেষ কিছু বছরে গোলকিপার সমস্যায় ভুগতে থাকা ইস্ট বেঙ্গল হয়তো এই গোলরক্ষকের উপর ভরসা রাখতে পারেন | কনফিডেন্স তা অনেক গ্যালারি শো তা কম | বিশেষ করে ব্যারেটোর পর বিশেষ ভালোই লাগছে |
খেলার শেষ লগ্নে সুভাষ ভৌমিক যুব নীতিতে ফিরলেন | মাঠে এলো বিদ্যাসাগর সিংহ ও সঞ্চয়ন সমাদ্দার ও সাথে বালি | বালি কে সুভাষ বালি চাপা দেননি সুভাষ ভৌমিকের প্রতি অনেকের রাগ থাকতে পারে কিন্তু এই জায়গা গুলোতেই তিনি আলাদা | গোল মিসের প্রদর্শনী করতে থাকা অসীম বিশ্বাসকে এক সময়ে তিনি সরিয়ে তুলেছিলেন | বালি ও আজ নেমেই ২ গোল পেতে পারতেন কিন্তু ভাগ্য আর পাঠচক্র গোলরক্ষকের দৃঢ়তায় পেলেন না |
যাই হোক আজকের দিন তা ইস্ট বেঙ্গলের বেশ ভালোই কাটলো | গোল সংখ্যা তিন হলেও নজরকাড়া পাসিং ফুটবল তা দেখা গেছে |