East Bengal

দল নির্বাচনে কোনো বুদ্ধির পরিচয় চোখে পড়লো না আপাতত

আসন্ন মরসুমে দল নির্বাচনে কোনো বুদ্ধির পরিচয় চোখে পড়লো না আপাতত |
আগের বছর আইজলের ঘর ভাঙা হলো এই বছর মিনার্ভা | কিন্তু তাতে লাভের লাভ হবে কি ?
এই ২ দল কি অসামান্য কিছু খেলেছিল ২ বছর না আমরা তাদের কে ট্রফি তা দান করেছিলাম ?
কিছু খেলোয়াড় যেমন আল আমনা কে নিয়ে প্রশ্ন নেই যে কোনো পরিস্থিতেই সেরা |
কিন্তু বাকিরা ?
একটা দল নিজের ঘরের মাঠে সব থেকে বেশি খেলে তো নিজের ঘরের মাঠের অবস্থা দেখে সেই অনুযায়ী টীম সাজানো দরকার | চুল্লভা বা ব্রেন্ডন পাহাড়ে সেরা কারণ তাদের বাড়তি দম আছে তাই পাহাড়ে অন্য দল তাদের সাথে পেরে ওঠে না | কিন্তু যুবভারতী বা বারাসাত কল্যাণী তে তারা অতটা সফল না যতটা পাহাড়ে সফল | তাই একগাদা পাহাড়ের ফুটবলার নিয়ে লাভের লাভ কিছু হয় নি |
এই বছর আমরা মিনির্ভর সাথে ২ বার মুখোমুখি হয়েছি প্রথম বার ভাঙা দল নিয়ে ১-১ গোলে ড্র হয়েছে তাও কাটসুমির পেনাল্টি মিস আর রেফারির বদান্যতা | দ্বিতীয় বার আমরা মিনার্ভা কে হারাই |
এবার মিনির্ভর খাটাল মাঠে লাফ ঝাঁপ দিয়ে যারা ম্যাচ গুলো বার করেছে তারা কলকাতার আনুপাতিক ভালো মাঠে খেলতে পারবে কি ? সেটা দেখার অপেক্ষায় রইলাম |
এরপর দলে কাশিমকে নেয়া হলো | এর মানে কি ? কাসিম ইস্ট বেঙ্গল দলে একজনেরই জায়গা নিতে পারে তিনি হলেন আল আমনা | কাসিম আল আমনা আর শুনছি কেভিন লোবো কে এই বছর ক্যাপ্টেন করা হবে তাহলে ৩ জন একই পসিশনের খেলোয়াড় নিয়ে লাভ তা কি ?
খালিদ আউচ রক্ষনাত্বক মিডফিল্ডার | কাসিম কিন্তু আক্রমনাত্মক | তাহলে আউচ এর জায়গায় কাসিম সঠিক নয় | এর পর রইলো, বাকি যাদের নেয়া হয়েছে তাদের কথা একগাদা নতুন প্লেয়ার নেয়া হচ্ছে, খুব ভালো, দীপক দেভরানী সঞ্চয়ন সমাদ্দার বিদ্যাসাগর সিংহ হাওকিপ এইদিকে yami আছে কৌশিক সরকার ও ছিল এদের নেয়া হলো, আদেও এরা সুযোগ পাবে ? সুযোগ পেলে কার জায়গায় খেলবে আল আমনা না কাসিম ? যে জায়গা গুলো দুর্বল যেমন রক্ষণ আর স্ট্রাইকার সেখানে এখনো কিন্তু সিদ্ধান্ত হলো না | সুখদেব সিংহ কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম | এই রিক্রুটমেন্ট তা কিছুটা হলেও ভালো | রক্ষিত কে আনা হয়েছে তাতে গোলকীপার সমস্যা মিটবে বলে আসা করি | কিন্তু বাকি খেলোয়াড় দের নাম দাগ কাটলো না যদিও এটা একান্ত আপন অভিমত |