স্ট্যাচু অফ উনিটি |
এটা নিয়ে সব থেকে বেশি দুঃখ সম্ভবত বাংলার লোকেদের | তাদের ১৫ লক্ষ তা কেটে মূর্তি বানানো হলো| খুব দুঃখের বিষয়ে| তবে দাদা ওটা গুজরাট| আপনার রাজ্য ওই গুজরাটের তুলনায় দেড় গুন্ বোরো অতচ গুজরাট আপনার রাজ্যের তুলনায় দেড় গুন্ বেশি জিডিপি দায়|
আপনার রাজ্য সুন্দরবন ডুয়ার্স দিঘা মন্দারমণি তেজপুর বাঁকখালী মুকুটমণিপুর দার্জেলিং শান্তিনিকেতন মালদা মুশির্দাবাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল দক্ষিনেশ্বর কালীঘাট নিয়ে পর্যটন শিল্পে ধুঁকছে | আর গুজরাট শুধু ওই কাছ আর সবারমাটি নিয়ে অমিতাভ বচ্চন কে দিয়ে লোক কে ডেকে নিয়ে যাচ্ছে | সকাল হলেই শুনি “কুচ দিন টি বিতায়ে গুজরাট মে” | তাই গুজরাট কে তিন হাজার কোটি দেখিয়ে লাভ নেই| গুজরাটি রা ৩ হাজার কোটি দিয়ে ৩০ হাজার কোটি তুলে নেবে | ওই সর্দার মূর্তির জন্যে অটো স্টান্ড হবে যেখানে বিহার উত্তর প্রদেশ বাংলার লোক অটো চালাবে | ধাবা হবে যেখানে বাঙালি উড়িয়া পাঞ্জাবি রা কাজ করবে | উত্তর প্রদেশ থেকে ভ্রমণ সঙ্গী জোগাড় হবে যারা ফিরিঙ্গি মেম দেড় কে “সর্দার জি বিগ ম্যান” বলে ৫০০ টাকার নোট পকেটে গুজবে| বিহারি ক্যামেরা ম্যান “ওয়ান ফটো পে ইন হোটেল” বলে ১০০ তাকায়ে ১ ফটো তুলে দেবে | আর চিন্তা নেই আপনার রাজ্যে ভিকারীর সংখ্যা বাড়তেই থাকবে| আপনাদের তো শিল্প হলে রাগ হয়| আপনাদের কাজের সুযোগ না খয়রাতি তা বেশি ভালো লাগে| তাই চিন্তা বন্ধ করুন আপনি ১০-১২ হাজার টাকার মাইনে নিয়ে বসের কাছে খিস্তি নিশ্চই শুনবেন আপনার কোনো পরিবর্তন ঘটবে না | ৬ টাকায় সবজি ভাত তো পাওয়া যাচ্ছে তাহলে আর চিন্তা কি| ১০ হাজার মাইনে তেওঁ ক্ষতি নেই | ক্লাবের জন্যে পুজোর আগে মদের টাকাটা ঢুকেই যাবে|
Connecting You.