একবার এক পরিচিত বাম মনোভাবাপন্ন ইংরেজি সাহিত্যের প্রেমিক আমাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে ব্রিটিশ এদেশে এসে অনেক কিছু করেছে যাতে আমাদের লাভ হয়েছে| যদি ব্রিটিশ রা না আস্ত তাহলে আমরা সেই হয়তো চাষ করতাম বা কোনো জমিদার বাড়িতে নায়েবী করতাম বা কারুর বাড়িতে পূজা করে দিন কততম বা অন্য কিছু ছোট খাটো কাজ করতে হতো|এখন আমরা কত অত্যাধুনি কাজের সাথে যুক্ত| ব্রিটিশ না আসলে এই উন্নয়ন সম্ভব হতো না|
ভাবার বিষয় ইংরেজ রা আসার আগে ভারত পৃথিবীর ৩০ % জিডিপি যোগদান করতো আর ব্রিটিশ যাওয়ার পর ভারত ২ % জিডিপির যোগদান দিতো | এখন হয়তো সেটা ৩ % কিছুটা উপরে|
তারমানে উন্নয়নের হলো ধুতি আর লাঙ্গল নিয়ে নিজের জমি তে চাষ করে ৪০ টাকা ছেড়ে ল্যাপটপ নিয়ে আর প্যান্ট পরে ইংরেজি কথা বলে ও বিদেশি দের গালি শুনে ২ টাকা কামানো|
কি দারুন এই উন্নয়ন | আজ ও আমাদের বাম মানুসিকতার মিডিয়া ও লোক জন মন থেকে স্বাধীন হতে পারে নি| ইংরেজি ভাষা তা শুনলে আজ ও প্রভুত্ব তা জেগে ওঠে|