একটা প্রাচীন সমস্যা মহাত্মা গান্ধী কে কেন্দ্র করে। যারা বিজেপি বা বাম পন্থী ভাবধারার সমর্থক তারা যে নেহেরু মহাত্মা গান্ধী অন্ত প্রাণ হবে না এটা বোঝা কি খুব মুস্কিল কাজ? যদি গান্ধী নেহেরু ভক্ত কেউ হয় তো সে কংগ্রেস কেই সমর্থন করবে। কমন সেন্স নয়ে কি এটা?
শুধু তাই না যারা পাঞ্জাব বা বাংলার দেশ ভাগের ফলে ক্ষতি গ্রস্ত তারাও সেভাবে মহাত্মা গান্ধী নেহেরু ভক্ত হবে না| এটা বোঝার জন্যে ও খুব বেশি বুদ্ধির প্রয়জন বলে মনে হয় না। যদিও ব্যাতিক্রম নিশ্চই থাকবে। তবু এটা তো খুব একটা অস্বাভাবিক কিছু ব্যাপার না।
তাহলে এই জানা ব্যাপার গুলো কে নিয়ে দিন রাত্তির হেজানোর মানে কি?
কিছু সত্যি কারের ইস্যু নিয়ে বিরোধিতা অনেক বুদ্ধি সম্পন্ন নয় কি?