সত্যি বলছি।
আমি মাকড়সা দের প্রতি শ্রদ্ধাশীল।
আমি মাকড়সা দের শিল্পী মনে করি।
আমি কোডিং করতে গিয়ে অনেক trials and errors এর মধ্যে দিয়ে যাই।
মাকড়সা রাও বাসা বুনতে গিয়ে অনেক trails and errors এর মধ্যে দিয়ে যায়।
তবে আমার মাকড়সা দের প্রতি একটাই বিনীত অনুরোধ।
কোডিং করতে গিয়ে unused old codes গুলো কে কমেন্ট করে জমিয়ে না রেখে ডিলেট করে দিলে codes গুলো ক্লিন থাকে পড়তে বুঝতে সুবিদা হয়।
সেরকমই মাকড়সা রাও যদি unused বাসা গুলো কে ডিলেট করে দিত তাহলে দেওয়াল টা clean থাকতো।
আমার এই বক্তব্যের সাথে একবার ক্লাস ১০ এ মাকড়সার কামড় খেয়েও স্পাইডার ম্যান না হতে পারার দুঃখর কোনো সম্পর্ক নেই।
Connecting You.