Articles

মাষ্টারদা সূর্য সেন

যদিও আমি সীমাহীন পৃথিবীতে বিশ্বাস করি,মাষ্টারদাকে ভারতবর্ষ বা বাংলাদেশের বলে ভাবতে পারি না..

তবুও কিছু তথাকথিত ঘটিদের সেইসব শ্লেষের উত্তরে বলি..আমাদের,যারা কিনা বাঙাল রিফিউজি,আমাদের যাদের পিঠে জন্মগত কাঁটাতারের দাগটা রয়েছে,আমাদেরও ওই দাগ নিয়ে গর্ব হয় যখন ইতিহাস বইতে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের ( যদিও #লুন্ঠন শব্দটা এখনো অবধি ইতিহাস বইতে রাখা নিয়ে আমার বরাবরের আপত্তি আছে ) নায়ক মাষ্টারদা সূর্য সেন ও তার সহযোগীদের নামের আগে #বীর শব্দটা যুক্ত হয় ৷

আমরাও স্বপ্ন দেখার সাহস পাই যে এদেশের স্বাধীনতা আন্দালনের ইতিহাস হোক বা সেলুলার জেল,সর্বত্রই লেখা থাকবে ক্ষুদিরাম বসু বা মাতঙ্গিনী হাজরাদের পাশে মাষ্টারদার নাম ৷

অতএব ওরা শ্লেষ করুক আর আমরা গর্ব করি এই কাঁটাতারের দাগ নিয়ে ৷

বলতাম না..কিন্তু বাধ্য হলাম..