ম্যাচের পর ম্যাচ একই জিনিস | প্রথমে গোল দেব | তার পর ডিফেন্স করবো | ঠিক শেষ মুহূর্তে গিয়ে গোল খাবো | ফুটবলে এক গোলের লিড যে নিরাপদ নয় এটা বুঝতে কি রকেট সাইন্স পড়তে লাগে ?
জবি জাস্টিন দারুন গোল করেছে তাই বলে ৮৪ মিনিট ? একজন বিদেশী কে বসিয়ে রেখে ?
সারাক্ষুন রফিক কে রেখে দেয়ার কারণ ? রফিকের প্রতি সব কোচের এই এক্সট্রা ভালোবাসা তা কেন ? তও যখন অপোনেন্ট টিমের কোনো আক্রমণে ঝাঁজ নেই | একমাত্র স্ট্রাইকার খোঁড়াচ্ছে |
সেই নাকি একটা অসামান্য গোল করে গেল | ফার্স্ট বারের বাইরে বল পেয়ে সেকেন্ড বারে ইনসুইং এ বল ঢুকছে | এ তো ভিডিও গেমস এও করা মুশকিল |
আমনার জায়গায় লোবো ? রফিক কে তোলা যেত না ? আমনা কে তোলার পর লাস্ট ১০ মিনিট তো বল পেলোই না |
একটা প্লেয়ার কে পিছিয়ে পড়ার পর ১০ মিনিটের জন্যে ৬ মিনিটের জন্যে নামিয়ে কোচ কি ভাবে ম্যাজিক হবে ? রোজ রোজ একই জিনিস হয় ?
প্রত্যেক বছর সেই কাছে এসে দূরে চলে যাওয়া | ইয়ার্কি এই গুলো ????
৩ তে জেতা ম্যাচ ড্র | নেড়া এক বার বেল তলায় যায় ২ বার ও যেতে পারে কিন্তু বেল তলায় বসে থাকার মানে তা কি ????
Connecting You.