Social

রাবন

Ravan

বাঙালি সমাজের রাবনের প্রতি একটু বেশি পিরিত| রামে বিশ্বাস নেই কিন্তু রাবানে আশ্বাস আছে|

একবার রাবন কুবের পুত্র নলকুবেরের স্ত্রি তথা স্বর্গের অপ্সরা রাম্ভাকে দেখে আকৃষ্ট হন এবং তাকে কুপ্রস্তাব দেন | রম্ভা রাবনকে বোঝাতে চেষ্টা করেন যে তিনি তার ভাইপোর স্ত্রি তো সম্পর্কে রাবণ তার শশুর | রাবন শক্তি ও প্রাচুয্যের দম্ভে বলেন অপ্সরা কখনো কারুর স্ত্রি মাতা হতে পারেনা, অপ্সরা শুধু ভোগের বস্তু |এই বলে রাবন তার শীলতাহানি ঘটান | নলকূবের তার স্ত্রীর দূর্দশা জানতে পেরে রাবন কে অভিশাপ দেন যে যদি তিনি সম্মতি ছাড়া কোনো স্ত্রীর উপর নিঘ্রোহ করেন তো তখনাৎ তার মাথায় বিস্ফোরণ হয়ে তার মৃত্যু ঘটবে |তাই তিনি সীতা কে হরণ করেও তাকে স্পশ করতে পারেন নি |এতে রাবনের কোনো কৃতিত্ব নেই |তিনি সাপিত ছিলেন |