শশী থারুর আমার দেখা খুবই শিক্ষিত একজন মানুষ। ওনার ব্রিটিশ আমলের কিছু ব্যাখ্যা অতি সুন্দর। কিন্তু মুঘল সাম্রাজ্য নিয়ে তিনি চুপ করে থাকেন। একবার সদগুরুর সামনে তিনি বলেছিলেন যে তিনি ব্রিটিশ দের নিন্দা করেন কারন ব্রিটিশ রা এই দেশের সম্পদ নিয়ে ইংল্যান্ডে ফিরে গেছে কিন্তু মুঘল রা এই দেশেই থেকে গেছে তাই ওনারা নিন্দার পাত্র নয়। উত্তরে সদগুরু বলেন বধায় মুঘল দের কাছে জাহাজ ছিলো না।
সেরকমই ওনার খুব নিকট অতীতে জওহর লাল নেহরু কে নিয়ে বক্তব্য যে নেহরু প্রধান মন্ত্রী হয়েছিলেন বলেই আজ একজন সাধারণ চা বিক্রেতা প্রধান মন্ত্রী হতে পেরেছেন।
ওনাকে বিনম্র প্রশ্ন জওহর লাল নেহরু যদি মতি লাল নেহরুর ছেলে না হতেন টা হলে ওনার কি নিম্নতম কোনো ব্যাক্তিত্ব ছিলো যা দিয়ে তিনি নিজের চেষ্টায় প্রধান মন্ত্রী হতে পারতেন ?
গান্ধী পরিবারের শ্রেষ্ট কংগ্রেস অধ্যক্ষ নিঃসন্দেহে ইন্ধিরা গান্ধী কিন্তু জওহরলাল নেহরুর মে না হলে উনি ও কি প্রধান মন্ত্রী হতে পারতেন ? সঞ্জয় গান্ধী রাজিব গান্ধীর তুলনায় অনেক তাই পরিণত ছিলেন। কিন্তু রাজিব গান্ধীর নিম্নতম কোনো যোগ্যতা ছিলো কি প্রধান মন্ত্রী হাওয়ার? আজকে রাহুল গান্ধী ওনার কি কোনো কফি শপের ওয়েটার হাওয়ার যোগ্যতা আছে? একটা ড্রাগ অ্যাডিকট ছেলে কি বলে নিজেই জানে না সে কিকরে প্রধান মন্ত্রী পদ পার্থী হতে পারেন সেটাই আশ্চর্যের।