সমর্থক রা অন্ধ তারা শুধু আবেগ বোঝে | মানলাম |
কিন্তু সত্যি মাঝে মাঝে একটু অবাক লাগে| আক্রম মোগড়াবি মোহন বাগানে আসার পর অনেক এর হাপিত্যেশ, গোকুলামে ওডাফা আসার পর ও এনাদের দুঃখের শেষ নেই আর আমাদের ডুডু আসার পর তাদের বক্তব্য “আমরা এরকমই বয়স্ক ফুটবলার আনি |” আক্রম মোগড়াবি ওডাফা আর ডুডুর বয়েসের কোনো তফাৎ আছে কি ? উইকিপেডিয়া বলছে ৩ জনেরই ৩২ বছর বয়স|
যদিও ৩ যোনি ০ থেকে শুরু করবে তবু ভারতে খেলার নিরিখে কে বেশি সফল বিবেচনা করে বলবেন ?
কয়েক মরসুম আগে ইস্ট বেঙ্গলে খেলার সময়ে ডুডুর পারফর্মেন্স কি খুব খারাপ ছিল ?
অনেকের দাবি দোং কে ফেরানো উচিত | দোং একজন প্রতিভাবান খেলোয়াড় কিন্তু এই টিমে আমনা কাতসুমি লোবো এমনকি প্লাজা ও একই রকমের খেলোয়াড় এর পর দোং এর জায়গা কোথায় ? প্রয়োজন তো ছিল একজন বাক্স স্ট্রাইকারের | অনেকের পছন্দ ছিল রান্টি | রান্টি ভালো প্লেয়ার কিন্তু রন্টির বদলে ডুডু কি খুব খারাপ অল্টারনেটিভ ?
এরপর হলো মিনার্ভা |
মোহনবাগান ম্যাচ জেতার পরই এটা পরিষ্কার হয়ে গেছিলো যে ওরা আমাদের থেকে ৪ পয়েন্টের লিড নিতে চলেছে | যারা আইলীগ দেখেছেন তারা কেউ এমন আশা করেছেন বলে মানে হয় নি যে লাজং মিনার্ভার পয়েন্ট কাড়বে | তাহলে নতুন করে হাপিত্যেশ কেন ?
মরসুমের মাঝ পথে যারা লিড নায়ে সাধারণত তারা মরসুমের শেষে সেই লিড ধরে রাখে না |
আরো ৯ খেলা বাকি অনেক কিছুই হতে পারে | মিনার্ভা কেন হটাৎ করে নেরোকা আইজওয়াল লাজং এমন কি মোহন বাগান ও জিততে পারে | আমরাও পারি | তাহলে অন্তত আজকে কিছু দুঃখ বেদনা প্রকাশ করার কিছু হয়নি | আরো ২৪ ঘন্টা অপেক্ষা করুন কি আরো কিছু দিন যদি আক্ষেপ প্রকাশ করারই ইচ্ছা হয় তাহলে ইচ্ছাটা পূর্ণ হলেও হতে পারে |
পৃথিবীর সেরা লেখা গুলো ট্রাজেডি তাই হয়তো ফেসবুকে লোকে ট্রাজিক লেখা লিখতে বেশি পছন্দ করেন | উৎকৃষ্ট সাহিত্যের প্রকাশ পায়ে ও অনেকের কাছে খুব মনোরঞ্জক হয়ে ওঠে |তবে হয়তো একটু ধর্য্য ধরা ভালো |