সাবরিমালা ইস্যু তা একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে| হয়তো ৩ তালাকের বাদলার মতো দেখা হচ্ছে| কিন্তু সত্যি বলতে দেশে বেশ কিছু এমন মন্দির আছে যেখানে পুরুষ রা প্রবেশ অধিকার পায়ে না| একজন পুরুষ হিসাবে আমার এবিষয়ে তা লিঙ্গ ভেদ বলে মনে হয় না|
কেরেলাতে যেমন সাবরিমালা আছে সেরকমই আরো ২ মন্দির আছে যেখানে পুরুষ দের প্রবেশ অধিকার নেই| তাতে পুরুষ দের মান হানি হচ্ছে বলে তো মানে হয় না|
বিষয় তা যদি ভক্তি, মান্যতা হয় তো আমি ভক্তি ছাড়া একটা জায়গায় যাবোই বা কেন ?
Connecting You.