খুব স্বাভাবিক কথা বললেন সুভাষ ভৌমিক। ভূমিপুত্র দের তৈরি না করলে লিগ জেতা যায় না। টা সুভাষ ভৌমিক স্প্যানিশ কোচ আসার আগে দল টা আপনার হাতে ছিল সেই পুরনো ইস্ট বেঙ্গল আর চার্চিল এর মত। এমন কি আপনি তো মোহন বাগানের লিগ জোয় এর টিম ও করে দিয়েছিলেন।
তাহলে এই বছর কোন কোন ভূমি পুত্র দের গড়ে তুললেন সুভাষ ভৌমিক ?
কাস্টম এর কাছে ড্র করেই যুব নীতি বর্জন করলেন।
কেন? কয়েক টা সমর্থক দের কোথায়?
সমর্থক রা দল ঠিক করবে?
স্পেনিশ কোচ কে ত কেউ মনোজ কে বাবহার করা থেকে আটকাতে পারেনি।
ওই একমাত্র ভূমি পুত্র মনোজ কে স্প্যানিশ কোচ গড়ে তুলেছেন আপনি না।
সামাদ এখন পরিণত সেটা ও স্প্যানিশ কোচের জন্যে।
বিদ্যাসাগর সিং এর মধ্যে ত সম্ভাবনা ছিল। তৈরি করতে পারেন নি কেনো?
বেহালার সঞ্চায়ান সমাদ্দার কে তো ফিজিক্যাল ট্রেনিং তাই করাতে পারলেন না । চোটের জন্যে মরসুম থেকেই ছিটকে গেলো।
যুব ইস্ট বেঙ্গলের অধিনায়ক কে কটা ম্যাচ খেলা লেন?
মরসুম শেষে মনে পরলো ভূমি পুত্র নেই?
এত দিন আপনি কি করলেন দল টা নিয়ে?