আমাকে একবার আমার এক সিনিয়র বুঝিয়েছিল যে কোনো চাকরি ছাড়লে কোম্পানির সাথে ভালো টার্মস রেখেই ছাড়া উচিত| 
ভবিষ্যতে ফেরার একটা সুযোগ থাকে| 
কলকাতার আইটি মার্কেট অনেকটাই ছোট| 
আর কখনো কখনো কিছু যোগ সূত্র তৈরী হয়| 
সবার সাথে ভালো টার্মস থাকলে কোন সময়ে কিছু সুবিধা পাওয়া যেতে পারে|
চুল্লভা কে এই জিনিস তা কেউ সম্ভবত বোঝায়নি| 
তাই একদিনেই জয় ইস্টবেঙ্গল থেকে জয় মোহন বাগান বলে বীরত্ব দেখিয়েছিলো| সমালোচিত ও হয়েছিল| 
এমন কি প্লেয়ার রাও সমালোচনা করেছিল| 
মেহতাব ও আর এক উদাহরণ| 
“শান্তি দা ট্যাবলেট দিতো” বলে একটা সম্পর্কহ ছিন্ন করেছিল| 
রেটিয়ারমেন্ট এর সন্মান তও পেলো না|
কিন্তু চুল্লভার অভিন্ন হৃদয় বন্ধু দানমাবিয়া সেই রাস্তায় হাটে নি| 
বরণ জনি, আমনার মত সাপোর্টার দের কাছে বিদায় নিয়েছেন দানমাবিয়া| 
খুব ভালো একটা জেস্টার| 
দানমাবিয়া খেলোয়াড় হিসাবেও এগিয়ে| 
সুন্দর মানুসিকতার ও পরিচয় দিলো|
দানমাবিয়া কে আগামী দিনের জন্যে ওনাকে শুভকামনা জানাই|