বামপন্থী আতলামির উল্লেখ করলে ডানপন্থি আতলামির কথা বলা দরকার| বিষয় টিকে ব্যালান্স করার জন্যে|
হটাৎ রাতারাতি সর্দার পটেলের অনেক ফ্যান বেড়ে যাচ্ছে| সরদার পটেলের স্বাধীনতার পর ভারতের সব রাজ্য কে একত্রিত করার বিষয়টি অবশ্যই চিরস্মরণীয়| বিশেষ করে তিনি হায়দ্রাবাদের নিজাম কে যেভাবে বাগে এনেছিলেন সে কথা সত্যি তারিফের যোগ্য| স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী হওয়া উচিত ছিল তার| কিন্তু মহাত্মা গান্ধী সর্দার পটেল কে নেতাজির বিরুদ্ধে লড়ার জন্যে বাবহার করে পরে তাকে ছুড়ে ফেলে আবার নেহুরুর গলা জড়িয়ে তাকে শিষ্য no ১ এর সন্মান দিয়ে তাকে প্রধান মন্ত্রী বানিয়ে দেন| এর আগে সুভাষ বসের বিরুদ্ধে ভোট লড়ার জন্যে সর্দার প্যাটেল কে সমর্থন করেন গান্ধী| জওহরলাল নেহরুর সেই যোগ্যতা বা সমর্থন কোনোদিন ছিল না তাই তিনি নেতাজির বিরুদ্ধে লড়ার সাহস দেখানি| গান্ধী বলেছিলেন যারা আমাকে ভালোবাসো তারা পটেল কে ভোট করো| দেখা গেছিলো লোকে সুভাষ বস কে অনেক বেশি ভালবাসে|
তো প্যাটেল সুভাষ বস এর এক জন বিরোধী| এছাড়া তিনি সতন্ত্র বিপ্লবের বিরুদ্ধে ছিলেন বরাবর| বিশেষ করে হিন্ধু সাতন্ত্রতাবীদের বিরুদ্ধাচরণ করেছেন| হিন্দু মহাসভা ও আর এস এস এর বিরোধী| মদন লাল দিঙরা বা ভগত সিংহ দের দিশা হীন যুবক বলে উদ্ধৃতি করেছেন |
সুভাষ বস রাজনৈতিক ভাবে হিন্দু মহাসভার বিরোধী হলেও সাভারকার ও অন্যান্য হিন্দু সতন্ত্র বাদীদের সাথে সুসম্পর্কহ বজায় রাখতেন| রাশ বেহারী বসের সাথে সুভাষ বসের পরিচয় ঘটে সাভারকারের মাধ্যমে| প্যাটেল রাশ বেহারী বসের ও বিরোধী|
তাই বাঙালি বা হিন্দুত্ব বাদীদের বা বিজেপি আরএসএস সমর্থক দের কাছে প্যাটেলের আলাদা কিছু মহত্ব থাকার কথা নয়| তবে ইন্ধিরা গাঁধী ৭১ এ ভারত রত্ন পেলে পটেলের ৯১ এ গান্ধী পরিবারের বাইরে এক প্রধান মন্ত্রী থাকার সময়ে ভারত রত্ন পাওয়াটা মানায় না | অনেক আগে পাওয়ার কথা ছিল| নারাশিমা রাও নেতাজি কেও ভারত রত্না দিতে চেয়েছিলেন কিন্তু বসু পরিবার রাজি হয়নি| প্রধান মন্ত্রী গুজরাটি তাই হয়তো প্যাটেল ভক্ত | তাছাড়া একজন বিরোধী কে সন্মান দেখানো হয়তো বোরো ব্যাপার| কিন্তু একজন বাঙালি বা বিজেপি আরএসএস সমর্থক এর কাছে পটেলের জন্যে বিশেষ অনুভূতি থাকার কথা না | একই জিনিস মহাত্মা গান্ধীর জন্যেও | প্রধান মন্ত্রী ক্ষমতায় আসার আগে ও পরে গান্ধী নিয়ে কিছুটা আলাদা কথা বলেছেন| রাজ্ ধর্ম হিসাবে সেটা ঠিক| কিন্তু একজন সাধারণ বাঙালি হিসাবে সেই নিয়ে আপ্লুত হওয়ার কথা না |
Connecting You.