Politics Social

Heads I win, Tails you lose

“Heads I win, Tails you lose”
ব্যাপার তা কিরকম একটু বিশ্লেষণ করা যাক| 
ভরতের সব থেকে গরিব রাজ্যের একটি ত্রিপুরা| আগরতলায় ২০০ র উপর লেনিন মূর্তি রয়েছে| বোধয় লেনিন মূর্তি থেকে ভাত পরে| গরিব রা তা খেয়ে বেঁচে থাকে| দূর দূর দেশ থেকে লোক লেনিন মূর্তি দেখতে আসে কারণ পৃথিবীর সব জায়গা থেকে এই মূর্তি তা ভাঙা হয়েছে একমাত্র ভারতেই রয়েছে| সেই দিয়ে ত্রিপুরার পর্যটন শিল্পে বিশেষ লাভ ঘটছে| না এগুলো কাল্পনিক কথা বাস্তবের সাথে মিল নেই| তবু ত্রিপুরা তে লেনিন মূর্তি তে ভুল নেই| কেউ ভেঙে ফেললে বিজেপি সাম্প্রদায়িক আরএসএস অসভ্য|
এবার পশ্চিমে যাওয়া যাক| গুজরাট ভারতের ধনীতম রাজ্যের একটা| সেখানে সর্দার প্যাটেলের মূর্তি তৈরী হওয়ার পর ঝাড়খণ্ডের লোকেরা ভাত খেতে পারছে না| আসলে ছবি গুলো এরকমই দেখায়ে| গুজরাটের স্ট্যাচু অফ উনিটি তার তলায় ঝাড়খণ্ডের গরিব বাচ্চারা| গুজরাটে বিজেপি দেশের টাকা নষ্ট করছে |
মানে ত্রিপুরায় মূর্তি ভাঙলে সাম্প্রদায়িক | গুজরাটে মূর্তি গড়লে তুগলগি পদক্ষেপ | মানে বিজেপি বাজে সে মূর্তি করলেও বাজে মূর্তি ভাঙলেও বাজে | মোদী দুস্টু লোক |