East Bengal Sports

ইস্টবেঙ্গলের ডার্বি জয়, মোহনবাগানকে হারিয়ে

East Bengal derby win

ইস্ট বেঙ্গল ২-০ মোহন বাগান| ইস্টবেঙ্গলের ডার্বি জয়|

লেখাটা কি বলে শুরু করবো ভেবে উঠতে পারছিলাম না| কাকে ছেড়ে কার কথা বলবো| সবাই তো অনবদ্য| শেষে মনে হলো সব থেকে মানানসই কথা হবে “দলগত সঙ্গতির জয়”|
শুরু করা যাক প্রথম থেকে|

গোলকিপার

ঠিক থাকে কাজ তা করে গেছেন| যদিও অনবদ্য কিছু না কিন্তু ঠিক কাজ তা ঠিক হবে করেছে আজ ইস্টবেঙ্গলের রক্ষিত| তবে গোলকিপারের কনফিডেন্স বাড়ে যদি ডিফেন্স ভরসা দায়|

ডিফেন্স

ইস্টবেঙ্গলের জনি আর বোরহার মতো ২ জন যদি সামনে থাকে কনফিডেন্স তা বেড়ে যাবেই| কিসের বিশ্ব কাপার এই প্রশ্ন তা বোধয় আর উঠবে না| ফিজিক্স এ একটা চ্যাপ্টার থাকে cohesion আর adhesion | ফিজিক্স এর মাস্টার মশাই cohesion বোঝাতে ইস্ট বেঙ্গলের আজকের খেলা দেখিয়ে দিতে পারেন তার ছাত্রদের| বিশেষ করে জনি আর বোরহার মধ্যে দিয়ে তো সুচ গলার ও জায়গা নেই|

জনি

দুটো দুর্বল জায়গা সাইডবাক আজ ইস্টবেঙ্গলের কামালপ্রিট ভরসা দিলো| পাস্ বাড়ানো ভালো না হলেও রক্ষণ চমৎকার| আর চুল্লভা হ্যান অনেক ভুল ত্রুটি করে কিন্তু যে ভাবে আজ জীবন বাজি রেখে খেললো তা বলে বোঝানো মুশকিল|

মানে আছে ইস্টবেঙ্গলের স্বস্তি দুলের ছাইমানকে করা সেই বিখ্যাত উক্তি “টুডে ইউ জিরো আই হিরো”| আজ চুল্লভা সেই উক্তি মানে করলো| ইস্টবেঙ্গলের চুল্লভা কে আটকাতে সনি হলুদ কার্ড দেখলেন| ভাবা মুশকিল|

মাঝমাঠ

চুল্লভার ভুল হলে সামাল দিয়েছেন কাসিম| অনবদ্য ইস্টবেঙ্গলের কাসিম| কলকাতা লীগ দেখে অনেকেই কাসিম কে বাতিল করে দিয়েছিলেন| তারা হয়তো ঢোক গিলছেন| দিকা আজ অনেক ভুল পাস্ করেছেন কিন্তু সেই দিকার কর্নার থেকেই দ্বিতীয় গোল|
দানমুইয়াও আজ সাধারণ| দোভাল হোল্ডিং মিডফিল্ডারের দিয়ীত্বর সামার দেন বেশ ভালো ভাবেই|

কাসিম

সান্তোস কোলাদ

মাঝমাঠের রসদ জুগিয়ে গেছেন | মাঝ মাঠের নেতৃত্ব দিয়ে গেছেন সান্তোস | অনবদ্য খেলা |
দারুন সুন্দর ওয়ান টাচ ফুটবল| বল ধরে ঠিক জায়গায় বল ছেড়ে আবার জায়গা নেওয়া বল পাওয়ার জন্যে| সান্তোস এর খেলা সত্যি বেশ সুন্দর লাগে| আজ প্রথম গোলটি তারই| জবি জাস্টিনের কিংসলে কে ইনসাইয়িদ কাট করে ভেতরে ঢুকে সান্তোস কে মাইনাস দান পা থেকে বল ঘুরিয়ে নিয়ে বা পায়ে বল নিয়ে চকিত শটে গোল|

জবি সান্তোসের এর যুগলবন্দী|

জবি জাস্টিন

সামনে জবি অনবদ্য| প্রত্যেক দিন সোজা গোলের সুযোগ আসে না| যেদিন আসেনা সেইদিন যেটা করা উচিত জবি আজ সেটাই করলেন| অনবদ্য পাস্ বাড়ালেন আর অনবদ্য গোল করলেন সান্তোস আর কর্নার থেকেও জবির গোল দারুন|

ইউটা চোটের জন্যে বাইরে|

এতে ইস্ট বেঙ্গলের কাজ তা সোজা হয়ে গেছিলো| খালিদ ভারতীয় দের মধ্যে সব থেকে দামি কোচ কিন্তু এক বোরো চেহারার বক্স স্ট্রাইকার কে তিনি মাঝমাঠে ব্লকার হিসাবে ব্যবহার করলেন কিভাবে বেক্ষা পেলাম না| ভুল সুধরালেন দ্বিতীয় অর্ধে কিন্তু ততক্ষুনে ওমরের দম শেষ| আর মাঝমাঠের দখল নিয়ে ইস্ট বেঙ্গল তিকিতাকা দেখিয়ে গেল|

রেকর্ড

১৫ বছর বাদে পর পর দুটো লীগ এই মোহন বাগান কে হারালো ইস্ট বেঙ্গল। খালিদ জামিল নিজের আই লীগ ডার্বির অল লস রেকর্ড অব্যাহত রাখলেন। সনির ডার্বি না হারার রেকর্ড ভেঙে গেল।