East Bengal

ইস্ট বেঙ্গলের আইলীগ ২০১৭-২০১৮ তে সম্বাবনা

ফুটবলে কি হবে সেটা বলা মুশকিল | কিন্তু আইলিগের টেবিলে অবস্থানগত ভাবে আমরা কিন্তু খুব খারাপ জায়গায় নেই | খালিদ জামিল যে জেতার জন্যে ঝাঁপাচ্ছে না সেটার কারণ কিন্তু অঙ্ক কোষে দেখলে খুব একটা অস্বাভাবিক লাগবে না |

আমাদের এর পর ডার্বি তার পর কিন্তু আমাদের বিশেষ কোনো শক্ত প্রতিপক্ষ নেই সেই অর্থে |
অন্যদিকে মিনার্ভা কে কিন্তু খেলতে হবে আইজওয়াল চার্চিল ও আমাদের বিপক্ষে | চার্চিল হয়তো এখন শেষ স্থানে কিন্তু নতুন কিছু খেলোয়াড় এসে যাওয়াতে তারা এখন যথেষ্ট শক্তিশালী | নেরোকাও ঘরের মাঠে যথেষ্ট বেগ দেয়া প্রতি পক্ষ |
মুখোমুখি যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে এমনিতেই কিছু করার নেই | কিন্তু যদি জিততে পারি তাহলে কিন্তু বাজি আমাদের পক্ষে |
আমার ধারণা ৩৪ – ৩৫ পয়েন্টে আইলিগের ফয়সালা হবে | দেখতে হবে সেটা কে পৌঁছাতে পারে |
আমাদের বাকি খেলা গুলি হলো
Mohun Bagan
Minerva -2
Arrows (Home)
Gokulam (Away)
Chennai (Home)
Neroca (Home)
Lajong (Away)

মিনার্ভার বাকি খেলা
Neroca – (away)
East Bengal -2
Churchill Bros – 2
Gokulam (Home)
Lajong (Home)
Aizawl (Home)
Chennai (away)