ভারতের জিডিপি এই মুহূর্তে $2.439 trillion USD
মানে 155217960000000.00 INR .
যদি ধরে নেয়া যায় কাল থেকে ভারত কমিউনিস্ট হয়ে যাবে অর্থনৈতিক ভাবে তাহলে
ভারতের ১৩০ কোটি লোকের প্রত্যেকের প্রাপ্প হবে 1,19,398.43 INR এর পরিমান সম্পত্তি |
একজন অতি দারিদ্র লোকের জন্যে এটি অনেক .
কিন্তু এর ফলে কোনো একজন লোকের কাছে এত পরিমান সম্পত্তি থাকবে না যে সে কোনো পরিষেবা তে টাকা খাটাতে পারে বা নতুন কোনো বাণিজ্য বা পুরোনো বাণিজ্যে টাকা খাটাতে পারে |
এর ফলে দেশ দরিদ্র থেকে দারিদ্র তোরো হতে থাকবে | সবার আয়ে কমতে থাকবে | এর ফলে জিনিসের দাম বাড়তে থাকবে | ব্যাঙ্ক গুলির কাছে সেই পরিমান অর্থ থাকবে না তাই টাকা ধার করতে হবে আর শুধ দিতে পারবে না |
এর ফলে সৃষ্টি হবে অরাজকতা | দেখা দেবে মহামারী | সমাজ পরিণত হবে জঙ্গলে | এবং জঙ্গলের একটাই নিয়ম “survival of the fittest” তাই এক শ্রেণীর লোক যাদের বুদ্ধি ও শক্তি অন্যদের থেকে বেশি তারা সবার ধান সম্পদ ছিনিয়ে নেবে | এবং আবার চালু হবে ক্যাপিটালিজম|
সেই জন্যে কম্যুনিসিম এর রূপান্তর কোনোদিন সম্ভব নয় | এটি একটি ২০০ বছর আগের কনসেপ্ট যখন ইউরোপের দেশ গুলিতে রাজতন্ত্র চলতো | তাই এক পরিবারের হাত থেকে ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার কথা উঠেছিল সেই সময়ে| কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন বা একটি পরিবারের হাতে সম্পূর্ণ ক্ষমতা নেই | তাই কমিউনিসম এর প্রশ্ন নেই |
কমিউনিসম না থাকলে কমিউনিস্ট পার্টির ও কোনো মানে নেই | আর সত্যি কারের কম্যুনিজম কমিউনিস্ট পার্টি ও মানে না | সেটা সম্ভব ও নয় আজকের দিনে দাঁড়িয়ে |
Connecting You.