৩ – ০ গোলে পিছিয়ে পরেও দুরন্ত ভাবে ফিরে এলো নেরোকা| চেন্নাই এর মুখের সামনের গ্রাস কেড়ে নেওয়ার মতো করে পয়েন্ট ছিনিয়ে নিলো| খেলার ফলাফল ৩-৩ |
এর ফলে জমে গেল আইলীগ| কাশ্মীর ও ইস্টবেঙ্গলের সুবিধা করে দিলো নেরোকা| চেন্নাই এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এর থেকে ২ খেলা বেশি খেলে ৬ পয়েন্ট বেশি নিয়ে লীগ তালিকায় শীর্ষে আছে| পরের দুটো খেলা ইস্ট বেঙ্গল জিতলে চেন্নাই কে ছুঁয়ে ফেলবে তারা| তবে ইস্টবেঙ্গল আর চেন্নাই একই বিন্দু তে লীগ শেষ করলে চেন্নাই মুখোমুখি খেলা তে বেশি পয়েন্ট পাওয়ার নিরিখে বিজয়ী হবে| তবে আজকের খেলার পর মানুসিক ভাবে ইস্ট বেঙ্গল যে কিছু তা এগোলো আর চেন্নাই যে কিছুটা পিছালো তা বলাই বাহুল্য| এবার আগামী দিনে চোখ থাকবে|
Connecting You.