প্রফেশনাল ডিসপ্লে বাই ইস্ট বেঙ্গল | খেলার শুরুতেই ইস্ট বেঙ্গল নিজেরদের স্ট্রাটেজি মতো বিপক্ষকে চাপ দায়ে | বক্সের ঠিক বাইরে সুবিধাজনক জায়গায় ইস্ট বেঙ্গল ফ্রীকিক পায়ে | ফার্স্ট পোস্টে শট রাখে | গোলকীপার ঠিক জায়গায় ছিল না | এর পর কাটসুমির আবার গোল | কাতসুমি ঠিক ডান দিক বরা বর একটা ফাঁকা জায়গা করে নায়ে | একই ভাবে বহু গোল করেছে | এর পর ইস্টবেঙ্গল খুব একটা প্রেস করার চেষ্টা করে নি | কিন্তু খেলা কন্ট্রোল করেছে | আমনা কাতসুমি আর লোবো খুব সুন্দর একটা খেলা খেলছিল | লোবো ৯০ মিন খেলার জায়গায় থাকলে বহু দলের ঘুম কাড়বে | বাজোর অনুমানশক্তি ও ইন্টারসেপশন বেশ ভালো কিন্তু ডেলিভারি ও ক্লেয়ারেন্স এতটা ভালো নয় | আজ মতের উপর ভালোই খেলেছে | অর্ণব বহুবার বিপদ দেকে এনেছিলেন | কিন্তু এডু ত্রাতার ভূমিকায় বার বার | এডু অনেকটাই ভরসা যোগাচ্ছে | চার্লস কে না খেলিয়ে জাস্টিন কে খেলানো তা ২০০% সঠিক সিদ্ধান্ত |
Connecting You.