আনন্দবাজারে আজকের হেডলাইন “জয়ে ফিরলেও মন ভরাতে ব্যর্থ লাল-হলুদ” | মোহন বাগানে ঝড় উঠলেও আনুপাতিক ভাবে মোহন বাগান সম্পর্খে অনেকটাই সহানুভুতিশীল মিডিয়া গুলো |
কোনো এক অজ্ঞাত কারণে ইস্টবেঙ্গল সম্পর্খে মিডিয়া দের একটা আক্রোশ প্রকাশ পায়ে| ইস্ট বেঙ্গল জিতলেও রিপোর্টিং পড়ে মানে হয়ে হেরেই গেছে | আর ড্র বা হার হলে তো ছেড়েই দিলাম রিপোর্টার দের মত অনুযায়ী প্রায় পুরো টীম কে কোচ সমেত চেটে ফেলার দাবি ওঠে | সমর্থকদের একাংশ কে এই ভাবে তাতানো হয় |
এই প্রচেষ্টা নতুন নয় | বহু বছর ধরেই মিডিয়ার একাংশ ক্রমাগত কোনো কারণ ছাড়াই ইস্ট বেঙ্গল কে আক্রমণ করে | মানে হয় এরা যেন ওঠ পেতে বসে থাকে কখন ইস্ট বেঙ্গল কিছু ভুল করবে আর তারা সেই নিয়ে সরব হবে |
এই বৈমাত্রই আচরণের কারণ তা অজানাই রয়ে গেল |