East Bengal Sports

রঞ্জিত বাজাজ এর বিস্বাসঘাতকতা, চেন্নাইয়ে ফুটবলের অপমৃত্যু

রঞ্জিত বাজাজ

কথা দিয়েছিলেন রঞ্জিত বাজাজ সেরা তা দেবেন| শেষ পর্যন্ত কথা রাখলেন কি ?

শেষ দিনে একই সময় খেলতে নেমেছিল আই লিগ জয়ের ২ দাবিদার|
ইস্ট বেঙ্গল ও চেন্নাই| ইস্ট বেঙ্গলের কেরেলাতে প্রতিপক্ষ ছিল গোকুলাম|
চেন্নাই নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় মিনার্ভার|

আই লিগের শেষ দিন| মাঠে লিগের দুই দাবিদার|

খেলা শুরুর আগে বিস্তর জল ঘোলা হয় মিনার্ভার কর্ণধার রঞ্জিত বাজাজের একটি টুইট নিয়ে|
চার্চিলের সাথে চেন্নাই মুখোমুখি হওয়ার আগের দিনই বাজাজ আই লিগ জেতার শুভেচ্ছা জানান চেন্নাই ও তাদের কর্ণধারকে|
ঘটনা চক্রে চার্চিল চেন্নাইকে হারিয়ে দায়|
ইস্ট বেঙ্গলের আই লিগ জেতার ক্ষীণ আসা দেখা দায়|
তবে ইস্ট বেঙ্গলের সমর্থকরা সংক্ষিত ছিলেন রঞ্জিত বাজাজ যদি চেন্নাই কে খেলাতা ছেড়ে দায়|
রঞ্জিত বাজাজ সমর্থক দের আস্বস্ত করেন যে সমস্ত আশঙ্খা অমূলক|
মিনার্ভা চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটাই মেলে ধরবে|
ও নিজেদের সমস্ত বিদেশী দের খেলবে|

East Bengal
East Bengal

খেলার শুরু|

শুরুটা হয়েছিল ও সেইভাবে| ৩ মিনিটেই জুয়ান এর ফ্রিকিক থেকে রোলান্ড গোল করে মিনার্ভা কে এগিয়ে দেন|
প্রথম অর্ধ মিনার্ভা এই গোলেই এগিয়ে থাকে|
এই সময় কেরেলা তে ইস্ট বেঙ্গলের ডিফেন্স কাঁপিয়ে তুলেছে গোকুলাম|
গোকুলামের জোসেপ একের পর এক আক্রমণ আনেন ইস্টবেঙ্গল রক্ষণে|
ইস্টবেঙ্গলের গোলরক্ষক রক্ষিত দাগার অবধারিত কয়েকটি গোল বাঁচান|
প্রথম অর্ধের শেষে ইস্ট বেঙ্গল সর্মথকদের মনে এক অন্য ভয় ডানা বাধে|
ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবতে থাকেন মিনার্ভা হয়তো চেন্নাইকে আটকে দেবে কিন্তু ইস্টবেঙ্গল হয়তো আটকে যেতে পারে গোকুলামের কাছে|

দ্বিতীয় অর্ধ|

দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল খেলায় ফেরার চেষ্টা করে|
কিন্তু কম ঘাসের মাঠে আর কেরেলার গরম ও আদ্রতায় ইস্টবেঙ্গলের খেলায় ফিরতে অসুবিধা হয়|
এরকম অবস্থায় গোকুলামের হয়ে জোসেফ গোল করেন খেলার ৬৯ মিনিটে|

মিনার্ভার সেরা বিদেশী রা আশ্চর্য জনক ভাবে পরিবর্তিত|

অন্যদিকে চেন্নাইতে আশ্চর্য ভাবে মিনার্ভা খেলার ৫৪ মিনিটে গোলদাতা রোনাল্ড কে তুলে নায়ে| বদলে নামেন শ্রেয়াস| ২ মিনিটের মধ্যেই এক নির্বিষ বল হাতে লাগিয়ে চেন্নাই কে পেনাল্টি উপহার দায় মিনার্ভার ডিফেন্ডার|
পেনাল্টি থেকে গোল করেন মানজি|
৬৯ মিনিটে আবার কর্নার থেকে গোল করেন চেন্নাইয়ের গৌরভ বোরা|
পিছিয়ে থাকা অবস্থায় আশ্চর্য জনক ভাবে আর এক বিদেশি জুয়ান কে তুলে নায়ে মিনার্ভা|

Jaime Santos
Jaime Santos

অন্যদিকে ইস্টবেঙ্গলের খেলায় কোচ আলেক্সান্দ্র মনোজের বদলে সামাদ, ব্রেন্ডনের বদলে বালি আর এনরিকের বদলে নামান দোভালেকে|
দোভালের অন্তর্ভুক্তিতে খেলায় ফেরে ইস্টবেঙ্গল| বল স্পর্শ না করেও পেনাল্টি আদায় করে বালি| গোল করেন সান্তোস| খেলার ৭৯ মিনিটে|

Laldanmawia Ralte
Laldanmawia Ralte

খেলার ৮৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জয় সূচক গোলটা করেন লালদানমাবিয়া রালতে|
এর পর গোলরক্ষক দাগার আরো কিছু অবধারিত গোল বাঁচান| তবে শেষ পর্যন্ত জয় লাভ করে ইস্টবেঙ্গল| তবে জিতলেও কান্নায় ভেঙে পরে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা| কারণ অবোর দিকে চেন্নাই এর গৌরভ বোরা ৯৩ মিনিটে আবার গোল করে|
চেন্নাই ৩-১ গোলে জিতে আই লিগ জয় করে|

CHennai City FC
CHennai City FC

তবে বিদেশি ফুটবলারদের তুলে নিয়ে মিনার্ভা যে চেন্নাইকে জিততে সাহায্য করে একথা বলাই বহুল| আজ চেন্নাইয়ের মাঠে ফুটবলের গলা টিপে মারা হলো|

রঞ্জিত বাজাজ
রঞ্জিত বাজাজ

ওপর দিকে আইলিগ না জিতলেও বিজয়ীর সম্বধনা পান ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা|
সারা মরসুম নানান সমস্যায় জর্জরিত থাকা ইস্টবেঙ্গল যে শেষ মুহূর্তে ১ পয়েন্টে আইলিগ হাত ছাড়া করে এই জন্যে অবশ্যই বাহবা পাওয়া উচিত|

রঞ্জিত বাজাজ
রঞ্জিত বাজাজ

7 thoughts on “রঞ্জিত বাজাজ এর বিস্বাসঘাতকতা, চেন্নাইয়ে ফুটবলের অপমৃত্যু

  1. East Bengal always champion team. Fixing can bring them glory for sometimes but we have the people behind our club and the passion for football in our supporters. V playing football as a community since 1920. East Bengal always will be in India’s top football playing club in every angle of football. No Mr Ranjit Bajaj you are not a gentleman and team like minarva Punjab and people like you are harmful for the football of our country.

  2. Ranjit Bajaj er surname ta aj theke change hoye gelo pakapaki vabe…. Emon lok desh jati r kalonko. Erpor Indian football kno dumur er phool hochche ebar bujhun.

  3. Chi Ranjit babu chi!!! Apnar moddhe sportsman spirit bole kichu ache? Apnar team k immediately 2nd devision i league namiye ana uchit. Apni aj dekhiye dilen kivabe football k khoon korte hoy, apnar proti sudhu dhikkaar r dhikkaar

  4. Pingback: রক্ষিত দাগার - বিতর্কিত এক নায়ক, থেকে গেলেন কলংকিত| - Rony Live

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *