social

Great things are not done by impulse

Johnny Acosta

ইস্ট বেঙ্গকে এই মুহূর্তে সব থেকে ধারাবাহিক ফুটবলার জনি আকোষ্টা| সমালোচিত হয়েছেন অনেক| কিন্তু তার অধিকাংশ ক্ষেত্রেই দোষ জনির ছিল না|

একটা কথা আছে-
Great things are not done by impulse, but by a series of small things brought together. 
আমরা একটা অসাধারণ কিছু দেখে বিচার করি| কেউ সাধারণ কাজ গুলো ভুল করে একটা অসাধারণ কিছু করে ফেললে তাকে নিয়েই মেতে থাকি| কিন্তু যে ছোট ছোট জিনিস গুলো ঠিক করে যায় তার কথা মনে করি না| 
চন্দ্রিল ভট্টাচার্য কে উদ্ধৃত করে বললে গণ রা এরকমই| গুপী বাঘা বা পথের পাঁচালি থেকে বেদের মেয়ে জোৎস্নার দর্শক অনেক বেশি| এটাই হয়ে এসেছে এটাই হবে| তবু না বললেই নয়| চুপ চাপ জনি মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে যায়| শুধু রক্ষণাত্মক ভূমিকা না তিনি কিন্তু ব্যাক থেকে খেলা তৈরী করেন| তার পাসিং একুইরেসি হয়তো দলের মধ্যে সব থেকে বেশি| 
এছাড়াও আরো বলতে হয় ২ জনের নাম 
১. লালডানমাউইয়া – নিজের সেরা ফর্মে না থেকেও ইস্ট বেঙ্গলের অধিকাংশ ফিল্ড গোলের পেছনে এই মিজো ফুটবলার এর কোনো না কোনো ভূমিকা আছে| 
২. লালরিনদিকা রালতে – নিজে পেনাল্টি মিস করলেও ইস্ট বেঙ্গলের সেট পিস মুভমেন্ট গুলো দিকার পা থেকেই আসে| আর সেট পিস থেকে নিয়মিত গোল পাচ্ছে ইস্ট বেঙ্গল| যদিও দিকা নিজের সেরা দিনের ধারে কাছেও নেই তবু আজ ও তার পা হেকে বেরোনো সেট পিস গুলো যথেষ্ট সমীহ আদায় করে নায়ে|