পয়েন্ট নষ্ট করলেই চেন্নাই ঘরে বসে জিতে যাবে |
এরকম অবস্থায় আজ পাঞ্জাবে মিনার্ভার বিরুদ্ধে খেলতে নাম ইস্ট বেঙ্গল|
সেই খেলাতে ইস্ট বেঙ্গল ১-০ গোলে জয় লাভ করে|
জয় সূচক গোল টি করেন এনরিকে| খেলার ৭৫ মিনিটে কোলাদোর পাস থেকে গোল টি করেন|
এক উত্তজনা ময় খেলা হয়|
ইস্ট বেঙ্গল খেলার শুরু থেকে গোলের চেষ্টা করে অল আউট চলে যায়| দানমাইয়া এনরিকে কোলাদো টনি দোভালে বার বার পৌঁছে যায় বিপক্ষ দলের বক্সে|
টনির ক্রস থেকে কোলাদোর হেড বারে লেগে প্রতিহত হয়| উল্টে দিকে মিনার্ভার প্রচেষ্টা ও বারে লেগে প্রতিহত হয়|
দ্বিতীয় অর্ধে ইস্টবেঙ্গল কোচ টনির পরিবর্তে ব্রেন্ডন আর কামালপ্রিটের বদলে সামাদ কে নামান|
এর পরই ইস্ট বেঙ্গল আকাঙ্খিত গোলটি পায়| গোলের পরেই এনরিকেকে তুলে নেন ইস্টবেঙ্গল কোচ|
এর পর কিছু সুযোগ পেয়েছিলো মিনার্ভা|
কিন্তু রক্ষিত দাগের অন্তত ২ ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের দুর্গ রক্ষা করেন|
৪ তে হলুদ কার্ড দেখে আজ বোরহা ছিল দলের বাইরে|
তবে জনি আকোস্তা,কাসিম ও সালাম দুর্দান্ত খেলে বোরহার অভাব বুঝতে দেন নি|
খেলার সেরা নির্বাচিত হন দানমুইয়া রালতে|
ইস্টবেঙ্গল জিতে যাওয়াতে তারা ১৯ ম্যাচে পৌঁছে গেলো ৩৯ পয়েন্টে|
চেন্নাই সমসংখক খেলাতে পেয়েছে ৪০ পয়েন্ট|
শেষ খেলায় ইস্ট বেঙ্গল জিতে গেলে আর চেন্নাই পয়েন্ট নষ্ট করলে ইস্ট বেঙ্গল আইলিগ জয় করবে|
Is Cephalexin Good For Cellulitis https://cheapcialisll.com/ – Cheap Cialis Get Cialis Very Cheap Cheap Cialis Lioresal Canada