Social

সমাজ,ভারতীয় উদার সংস্কৃতি বনাম দাসত্ব

Society

প্রায়ই শুনি সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে | কিন্তু প্রশ্ন হলো কোন সমাজ ?
১০,০০০ বছরের পুরোনো ভারতীয় সংস্কৃতি| নাকি ১০০০ বছরের চাপিয়ে দেওয়া আরব ইউরোপীয়ানদের দাসত্ব ?

একটা সংস্কৃতি সেক্সচুয়ালিটি, নারী স্বাধীনতা নিয়ে বরাবর উদার ছিল| এক বিবাহ বহির্ভূত সম্পর্কহকে পুজোর আসনে বসিয়েছে একটা সংস্কৃতি | অন্যটি পর্দা হাইন পর্দা সংস্কৃতি এনেছে এই সমাজে |


হাজার হাজার বছর ধরে আমরা অর্ধনারীস্বর রুপি শিব শক্তি কে পুজো করি | শ্রীখণ্ডি কে স্ত্রী থেকে পুরুষে পরিবর্তন করার কথা বলা হয়েছে | অন্যদিকে একটা সমাজ যেখানে মহিলা দের ডাইনি অপবাদে পুড়িয়ে মারার কথা | একটা সংস্কৃতি তে রাক্ষসরাজ রাবন এক নারীকে অপহরণ করেও তার অসম্মান করেননি | অন্যদিকে একটা সমাজ যেখানে পরাজিত রাজ্যের নারীদের কে সম্পত্তি মনে করে বেচা কেনা হতো |
হর-পার্বতী রাধা-কৃষ্ণ রাম-সীতা কয়েক হাজার বছর ধরে পূজিত | কিন্তু যীশু ও মেরি মাগডালেনে কে এক আসনে কোনোদিন বসানো হয়নি | মেরি মাগডালেনে কে পতিতা বলে সম্বোধন করা আছে |

বিদেশী শ্বাসন

এক উদার সমাজ কে পর্দার আড়ালে পাঠানো হয়েছে হাজার বছরের বিদেশী শ্বাসনে | আমরা যখন বলি এটা ইউরোপ বা আমেরিকা নয় | ঠিক কথা বলি| এই দেশ গুলো শেষ ১০০-২০০ বছরে উন্নত হয়েছে |আমাদের অবক্ষয় ঘটেছে | আমাদের কে অসভ্য জাতি প্রমান করার চেষ্টা সাফল্য লাভ করেছে | আমাদের হাজার বছর আগের উন্নতি আজ অন্য দেশ গুলোকে নতুন আবিষ্কারের রাস্তা খুলে দিচ্ছে | আমরা অন্য দেশের বহিস্কৃত সম্পত্তি নিয়ে নিজেদের যে সমবৃদ্ধশালী মানে করছি |