Politics

ইতিহাস ও সিন্ডিয়া পরিবার

scindia

মাধব রাও সিন্ডিয়া রাজীব গান্ধীর থেকে অনেক বেশি একজন রাজনৈতিক দক্ষ লোক| এই বিষয় হয়তো তর্ক নেই| রাজীব গান্ধী একজন পাইলট এর ক্যারিয়ার থেকে রাজনীতি তে আসেন ওপর দিকে মাধব রাও জনসঙ্ঘ থেকে নিজের রাজনীতির শুরু করেন| ইমার্জেন্সি পিরিয়ডে কংগ্রেসের বিরুদ্ধে লড়ে নিজের অস্তিত্ব রক্ষা করেছিলেন| এরকম একজন রাজীব গান্ধীর আড়ালে থেকে গেলেন সারা জীবন| আবার জ্যোতিরাদিত্য সিন্ডিয়া| ধারে ভারে রাহুল গাঁধীর থেকে অনেক এগিয়ে কিন্তু তিনিও রাহুল গান্ধীর আড়ালে জীবন কাটাচ্ছেন| কিন্তু কেন? এত যোগ্যতা থাকা সত্ত্বেও সিন্ডিয়া পরিবারের পুরুষ রা গান্ধীদের আড়ালে কেন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বিসর্জন করছেন? 
দেখে নেওয়া যাক ইতিহাস কি বলছে| মাধব রাও এর পিতা জিয়াজি রাও তার পিতা মাধো রাও তার পিতা জয়াজি রাও সিন্দিয়া| 


এই জয়াজি রাও ইতিহাসের এক কলঙ্ক ময় অধ্যায় এর অংশ| সেপাই বিদ্রোহ এবং প্রথম স্বাধীনতার যুদ্ধের সময় রানী লক্ষি বাই যখন ইংরেজ দের বিরুদ্ধে সব রাজাদের একত্রিত করছেন সেই সময় জয়াজি ছিলেন ইংরেজ দের বিশ্বাস্ত্ব একজন| তিনি রানী লক্ষি বাই এর সাথে যুদ্ধ করে পরাজিত হন ও লক্ষি বাই এর অনুগত্য স্বীকার করেন| কিন্তু রানী যখন নিরাপদ আশ্রয় যাচ্ছিলেন তখন জয়াজি রাও রানী কে এক দুর্বল ঘোড়া দেন যেটি যুদ্ধর জন্যে পরিপূর্ণ ছিল না| এবং রানী বাধ্য হয়ে গোয়ালিয়রে ফিরে আসেন এবং ইংরেজ দের যুদ্ধ তে আহত হন এবং পরে মারা যান|


তাহলে যারা পারিবারিক ভাবে ইংরেজ দের দাসত্ব করে এসেছেন তাদের কাছে এই যুগে ভারতের সব চেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারের দাস হয়ে থাকা তা বিচিত্র আর কি?