Politics

CBI vs Mamata

Mamata Banerjee

মমতা ব্যানার্জির প্রতি একসময় বাম বিরোধী লোকেদের একটা বিশাল দুর্বল জায়গা ছিল| কারণ বাম শাসন শেষ করার ক্ষমতা সারা বাংলায় একমাত্র ওনারই ছিল||
তবু চিরকালই উনি কিছু বিশাল ভুল করে গেছেন| এন.দি.এ তে রেল মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দেন পরের বার লোকসভায় তৃণমূল এর জেতা প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ তার মধ্যে একজন পূর্ববর্তী লোকসভার অধ্যক্ষ পি এ সাংমা যিনি মেঘালয় থেকে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট জেতেন আর মমতা ব্যানার্জি নিজে ভোট জেতেন তবে ব্যাবধান বিশেষ কমে যায়|

এক সর্ব ভারতীয় টিভি চ্যানেলে ওনাকে প্রশ্ন করা হয় যে উনি কি ভুল করেছিলেন রেল মাত্রক ছেড়ে? শ্রীমতি ব্যানার্জি রেগে মেগে বলেন “I am not communist” | 
সময় গড়িয়ে গেছে অনেকটা| শ্রীমতি ব্যানার্জি বাংলার মুখমন্ত্রী হয়েছেন বেশ কিছু বছর হয়ে গেল| কিন্তু আজ ও তিনি সেই গোয়ার্তুমি তাই করে যান|
সি.বি.আই ইসু তে তিনি ধরণায় বসলেন, সি.বি.আই আধিকারিক দের জেলে পুড়লেন|

লাভ কি হলো ? 

লাভ বলতে কমিশনার কে হয়তো সি.বি.আই কলকাতায় জিগেসা বাদ করতো কিন্তু এখন তিনি চলে যাবেন মেঘালয় তে| সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা পুলিশ কমিশনার চলে যাবেন মেঘালয় তে সি.বি.আই এর জেরার মুখ মুখী হতে|


এই পুরো ঘটনায় শুধু মাত্র বাংলা সরকারের মুখ পুড়লো শুধু সেটাই নয়|

পশ্চিম বাংলা সরকার দোষী দের আড়াল করছেন এরকম একটা ছবি জোরালো ভাবে ফুটে উঠলো|
কোর্টের নির্দেশে তদন্ত সেখানে বাধা দিলে কি হবে? বাংলা সরকারের আইনি উপদেষ্টা দের জ্ঞান সত্যি প্রশ্ন যোগ্য|